কোটচাঁদপুরে শহীদ ইসরাইল হোসেনের ১৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর থেকে :
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের ঝামাঘাটা গ্রামে রবিবার বিকাল তিনটায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর উপজেলা সভাপতি হাফেজ মুজাহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও সাফদারপুর সাংগঠনিক সাথী শাখার সভাপতি সিয়াম হোসেন এর সঞ্চালনায় শহীদ ইসরাইল হোসেনের ১৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইসরাইল হোসেন ২০১৩ সালের ৩০ নভেম্বর নির্দলীয় তত্তাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ১৮ দলের অবরোধ চলাকালে ফ্যাসিস্ট আওয়ামীলীগের নির্দেশনায় আওয়ামী পুলিশের গুলিতে প্রাণ হারান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝিনাইদহ জেলা সভাপতি আরিফ হোসেন এবং জেলা সেক্রেটারি ওবায়দুর রহমান খান।
এছাড়াও উপস্থিত ছিলেন—কোটচাঁদপুর উপজেলা আমির মাওলানা তাজুল ইসলাম, উপজেলা সহ-সেক্রেটারি মাস্টার মশিউর রহমান, উপজেলা বায়তুলমাল মাস্টার রেজাউল হোসেন, কুশনা ইউনিয়ন আমির মাওলানা আতিকুর রহমান, কুশনা ইউনিয়নের সাবেক আমির ও সাবেক চেয়ারম্যান শরিফুর রহমান খান টিটো, এসবি কে ইউনিয়ন সেক্রেটারি অ্যাডভোকেট শরিফুজ্জামান শাওনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পিতা আব্দুস শহীদ হৃদয়বিদারক স্মৃতিচারণ করে
বলেন— “আমার সব সন্তানদের মধ্যে সে ছিল সবচেয়ে ভালো। বাড়ি থেকে বের হবার সময় বলেছিল—‘আব্বা, আমি যদি শহীদ হই তাহলে তুমি হবে শহীদ ইসরাইল এর পিতা।’ আমার ছেলে সত্যিই শহীদ হয়ে জান্নাতে চলে গেছে।”
বক্তারা বলেন, ইসরাইল হোসেন ছিলেন আদর্শবান, দৃঢ়চেতা ও সাহসী একজন সংগঠক। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর মিছিলে তিনি তাঁর জীবন উৎসর্গ করেছেন। তার শাহাদাত দেশের গণতান্ত্রিক আন্দোলনে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়।
শেষে শহীদ ইসরাইল হোসেনসহ সকল শহীদের রূহের মাগফিরাত কামনা করে মুনাজাত পরিচালনা করেন অধ্যাপক মতিয়ার রহমান।
.jpg)
No comments