ঝিনাইদহে ভিক্ষুকদের মাঝে ভ্যান ও নগদ অর্থ বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ভিক্ষুকদের মাঝে ব্যাটারিচালিত ভ্যান ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ভিক্ষুক পূণর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক বাস্তবায়ন কর্মসূচির আওতায় সোমবার সকালে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা প্রশাসন ও সমাজসেবার উদ্যেগে দুই ভিক্ষুককে পূণর্বাসন করা হয়। এসময় সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের মো: আওয়াল বিশ্বাস ও ঘোড়শাল ইউনিয়নের নারিকেলবাড়িয়া গ্রামের ছবুরা খাতুনের মাঝে এসব বিতরণ করা হয়।
সেসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেআরা,উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিক,কৃষি কর্মকর্তা নূর-এ-নবী,মৎস কর্মকর্তা গোলাম সরোয়ার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

No comments