কোটচাঁদপুরে ব্যাবসায়ি দোকানে আগুন ২২ লাখ টাকার ক্ষতির অভিযোগ

 

রোকনুজ্জামান কোটচাঁদপুরঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে পূর্বশত্রুতার জেরে এক ব্যবসায়ীর দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে নগদ অর্থসহ প্রায় ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ব্যবসায়ী।
রবিবার সকাল ১১টায় কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে লিখিত বক্তব্যে ভুক্তভোগী মো. তৌহিদুল ইসলাম এসব কথা বলেন।
তৌহিদুল ইসলাম (৫৭) কোটচাঁদপুর উপজেলার কাগমারী গ্রামের বাসিন্দা। তিনি কোটচাঁদপুর বাজারে কালুমিয়ার বাড়ির সামনে “তৌহিদুল ট্রেডার্স” নামে বস্তা, পেপার ও কার্টুনের ব্যবসা পরিচালনা করে আসছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, একই ব্যবসার সঙ্গে জড়িত নওদাগ্রাম গ্রামের মো. ডাবলু (৪১) ও কোটচাঁদপুর কলেজস্ট্যান্ড এলাকার মো. রাজু (৩৭) দীর্ঘদিন ধরে তৌহিদুল ইসলামের সঙ্গে ব্যবসায়িক বিরোধে জড়িয়ে ছিলেন। এর আগেও ডাবলু তৌহিদুল ইসলামের দোকানে আগুন দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
তৌহিদুল ইসলামের অভিযোগ, গত ১৬ জানুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে মো. ডাবলু তার দোকানে এসে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেন এবং দোকান আবার পুড়িয়ে দেওয়ার ভয় দেখান। পরদিন ১৭ জানুয়ারি অভিযুক্তরা রাতের অন্ধকারে তার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়। এতে দোকানের মালামালসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয় এবং ক্যাশে থাকা আরও প্রায় ২ লাখ টাকা পুড়ে যায়।
তিনি আরও অভিযোগ করেন, এর আগে অভিযুক্তরা তার বিরুদ্ধে ৩২ লাখ টাকার একটি মিথ্যা মামলাও দায়ের করেছেন। হুমকির সময় স্থানীয় কয়েকজন দোকানদার ও প্রত্যক্ষদর্শী তাকে রক্ষা করেন।
এ ঘটনায় তৌহিদুল ইসলাম কোটচাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও ক্ষতিপূরণ দাবি করেছেন।
অভিযুক্ত ডাবলুর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন সব কিছু মিথ্যা, বানোয়াট ও বৃত্তিহীন। এ ঘটনার সঙ্গে তার কোন সম্পর্ক নেই। 
এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

No comments

Powered by Blogger.