কোটচাঁদপুর দুস্থ ও অসহায় দেনর মাঝে শীতবস্ত্র বিতরণ

 

রোকনুজ্জামান কোটচাঁদপুর থেকে :

মানুষের পাশে আমরা’ এমন স্লোগানে মানবিক সহায়তার অংশ হিসাবে ব্র্যাক মাইক্রোফ্রিন্যান্স কোটচাঁদপুর শাখার উদ্যোগে  তিনশতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১৯ জানুয়ারী  সোমবার দুপুরে কোটচাঁদপুর ব্র্যাক অফিস চত্ত্বরে এ কর্মসূচী পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের ডিভিশনাল ম্যানেজার আবু সাঈদ, জেলা সমন্বয়ক শিপ্রা বিশ্বাস, আঞ্চলিক ব্যবস্থাপক রওশনআরা খাতুন,  এলাকা ব্যবস্থাপক জুলিয়া পারভীন, শাখা ব্যবস্থাপক মিঠুন কুমার রায়সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে তিনশতাধিক অসহায় মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়। শীতের কম্বল পেয়ে সন্তোস প্রকাশ করেন উপজেলার দয়ারামপুর গ্রামের বৃদ্ধা আয়েশা, লক্ষীকুন্ডু গ্রামের বৃদ্ধা আল্পনা, জয়দিয়া গ্রামের দূর্গাসহ উপস্থিত সবাই।

No comments

Powered by Blogger.