কোটচাঁদপুরে সব্দুল সরদার মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব

  



রোকনুজ্জামান কোটচাঁদপুরঃ

ঝিনাইদহের কোটচাঁদপুরে সব্দুল সরদার মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজের আয়োজনে দিনব্যাপী ৯ম তমো বার্ষিকী পিঠা মেলা অনু্ষ্ঠিত হয়েছে। 

রোববার সকাল থেকে এ মেলা চলে বিকাল পর্যন্ত।
গেল বছরের পিঠা উৎসবের ধারা বাহিকতায় এ বছরও অনুষ্ঠিত হয়ে গেল পিঠা উৎসব।সোমবার সকালে আনুষ্ঠানিক ভাবে শুরু হয় পিঠা উৎসব। এ বছর  পিঠা উৎসবে ১১ টি স্টোল স্থান পায়। স্টোল গুলোর ছিল নামারের বাহার। তেমনি ছিল স্টোলগুলোয় বাহারি পিঠার আয়োজন।


এদিকে পিঠা উৎসব দেখতে রোববার সকাল থেকে পিঠামেলায় আসতে থাকে কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন স্কুল,কলেজের শিক্ষার্থীরা। যা ছিল চোখে পড়ার মত।যার মধ্যে ছিল, পাটি সাপটা, সামুক পিঠা ঝিকিমিকি,লেোয়া পিঠা,মাংসের পুলি, কুমড়া পিড়া ফুলপিঠা, চুসি পিঠা,তিলের পিঠা, ভাপা পিঠা, ডিম সাপটা, নারকেল পিঠা, সবজি পিঠা, জামাই ভাজা পিঠা, রস পাকান,ঝিনুক পিঠা, দুধ পাকান সহ আরো কত নাম না জানা পিঠা। 

মেলার আয়োজক কমিটির শিশির আহম্মেদ শিলন বলেন, প্রতিবছর মতো এবছরও পিঠা মেলার আয়োজন করেছি। শিক্ষার্থীদের নিয়ে অভিভাবক দের নিয়ে শতস্থুপত ভাবে এই আয়োজন করা হয়েছে। পিঠাতে গার্ডিয়ানরা অবিভাবকরা সহযোগিতা করে। প্রতিবছর মতো এবছরে আমাতের স্টোলে ৫০ রকমের পিঠা মেলাতে আসে। এবছর আমাদের প্রতিষ্ঠানে ১১ টি স্টোল বসে বাহারি সব নামে। এখানে প্লে থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এবং মাদ্রাসা বিভাগের সকল শিক্ষার্থী অংশ গ্রহণ করেছে।


পিঠার ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রাখতে এমন আয়োজন চাই পিঠা প্রেমিরা।

No comments

Powered by Blogger.