ঝিনাইদহ প্রতিনিধি:
জেলার মহেশপুরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে তরুণদের ভাবনা এবং প্রত্যাশা বিষয়ক সংলাপ হয়েছে। সংলাপে মহেশপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, দুই শতাধিক শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১২টায় মহেশপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংলাপের আয়োজন করে জেলা প্রশাসন।মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তারের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা নির্বাচন অফিসার আবুল হোসেনসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মএ সময় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগের প্রয়োজনীয়তা এবং তরুণদের দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংলাপে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপস্থিত নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও অতিথিরা।
গণসংলাপে জেলা পুলিশ সুপার মাহফুজ আফজাল বলেন, ২৪ এর জুলাই গণ-অভ্যুত্থানে অসংখ্য ছাত্র জনতা প্রাণ দিয়েছেন। আমরা তাদের শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই। এতো মানুষের আত্মত্যাগের বিনিময়ে দেশকে নতুন করে গড়ে তোলার সুযোগ এসেছে। আসন্ন গণভোটে সংস্কারের পক্ষে থাকলে 'হ্যাঁ' ভোট দিতে হবে। সাম্য, মানবিক বাংলাদেশ ও আইনের ভিত্তিতে সমতাভিত্তিক সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হলে গণভোটের পক্ষে জনমত তৈরি করতে হবে। জুলাই গণ-অভ্যুত্থানের আত্মত্যাগের চেতনা তবেই বাস্তবায়ন হবে।
এ সময় শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ বলেন, গণভোটে 'হ্যা' অথবা 'না' এর পক্ষে ভোট দিতে কাউকে চাপ প্রয়োগ করা যাবে না। জুলাই গণ-অভ্যুত্থানের দিনগুলোর কথা স্মরণ রেখে নতুন ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে 'হ্যাঁ' এর পক্ষে জনমত তৈরি করতে হবে। গণভোটে 'হ্যা' জয়যুক্ত হলে দেশে সংস্কার বাস্তবায়ন হবে। নতুন বাংলাদেশ গড়ে তোলার আকাঙ্খা বাস্তবায়ন হবে।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা গণভোট ও জাতীয় নির্বাচনের সার্বিক প্রস্তুতি, দায়িত্ব, করণীয় ও নির্দেশনা বিষয়ে প্রশ্ন করেন।
No comments