খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বরাবর অনুলিপি প্রদান
ঝিনাইদহ প্রতিনিধি-
সিএলপিএ-এর সহযোগিতায় এবং পদ্মা সমাজকল্যাণ সংস্থার আয়োজনে
ঝিনাইদহ জেলা নিরাপদ খাদ্য অফিসারের মাধ্যমে জনস্বাস্থ্য রক্ষায় অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে লবণ, চিনি ও স্যাচুরেটেড ফ্যাটযুক্ত খাবার ও পানীয়র মোড়কে চিনি, লবণ ও স্যাচুরেটেড ফ্যাট গ্রহণ সংক্রান্ত সতর্কবার্তা প্রদাণের জন্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে। খাদ্য মোড়কে ফ্রন্ট-অফ প্যাকেজ লেবেলিং (FOPL) নকশা সংযুক্ত করে প্রবিধানমালা দ্রুত চুড়ান্তকরণে লক্ষে খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বরাবর অনুলিপি প্রদান করা হয়েছে। সোমবার বিকালে জেলা নিরাপদ খাদ্য অফিসারের কার্যালয়ে গিয়ে অনুলিপি প্রদান করা হয়।
জেলা নিরাপদ খাদ্য অফিসার সাধন কুমারের কাছে অনুলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ হাবিবুর রহমান, আইনজীবী নাসির উদ্দীন, সাংবাদিক বসির আহাম্মেদ, তানজিন আফরিন, মেহেদী হাসান প্রমূখ।

No comments