ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ফিরোজ বহিস্কার

 


স্টাফ রিপোর্টার :

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য  ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে স্বাক্ষর করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিএনপি/ সাধারন সম্পাদক/৭৭/৯৯/২০২৬ নং স্বারকে  কেন্দ্রীয় কমিটির প্যাডে ২০ জানুয়ারি তাকে বহিস্কার করা হয়। 

সাইফুল ইসলাম ফিরোজ ঝিনাইদহ-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন। ফিরোজ এ আসন থেকে বিএনপি দলীয় ধানের শীষ প্রতিকের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এ আসনে কালীগঞ্জ উপজেলা বিএনপি সাবেক যুগ্ন আহবায়ক ও সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি হামিদুল ইসলাম হামিদ এবং জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য মুর্শিদা জামান ও ধানের শীষ প্রতিকের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। নানা নাটকীয়তার মধ্যে দিয়ে শেষ প্রর্যন্ত গণঅধিকার পরিষদ থেকে আসা রাশেদ খাঁনকে দলীয় মনোনয়ন দেন বিএনপি। পরে হামিদুল ইসলাম হামিদ ও মুর্শিদা জামান দলের সিদ্ধান্ত মেনে নিলেও ফিরোজ স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করে নির্বাচন করছেন। 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার কারণে তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সাইফুল ইসলাম ফিরোজকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদসহ স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের পদ থেকেও বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বিএনপির নেতাকর্মীদের ফিরোজের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়।


No comments

Powered by Blogger.