সরকারি কে. সি কলেজে কিশোর বিজ্ঞান ম্যাগাজিন ব্যাপন পাঠক মেলার কার্যক্রম শুরু।

ব্যাপন পাঠকা মেলা, সরকারি কে. সি কলেজ শাখা, ঝিনাইদহ।
ঝিনাইদহ সংবাদদাতা: জনপ্রিয় কিশোর বিজ্ঞান ম্যাগাজিন  ব্যাপনের পাঠকদের নিয়ে প্রথমবারের মত ঝিনাইদহের সরকারি কে. সি কলেজে শুরু হল ব্যাপন পাঠক মেলার কার্যক্রম। আজ শনিবার সকল ৯ টায় আনুষ্ঠানিকভাবে  ব্যাপন পাঠক মেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। কে. সি কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণীর মেধাবী ছাত্র ফাহিম ইয়াফিসের সঞ্চালনায় সভা শুরু হয়। প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কে. সি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সম্মানিত শিক্ষক সেকেন্দার আলী । তিনি তার গুরুত্বপূর্ণ আলোচনায় ছাত্রদেরকে বিজ্ঞান চর্চার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে উৎসাহ প্রদান করেন এবং বিজ্ঞান শিক্ষা প্রসারে কিশোর বিজ্ঞান ম্যাগাজিন ব্যাপনের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি ছাত্রদেরকে বিজ্ঞান শিক্ষায় পারদর্শী হতে নিয়মিত বিজ্ঞান পত্রিকা পড়তে আহব্বান জানান।


এছাড়া উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে  আলোচনা রাখেন  ব্যাপন পাঠক মেলার ঝিনাইদহ জেলার কোঅর্ডিনেটর (সমন্বয়ক) সাব্বির আহমেদ। তিনি ব্যাপন পাঠক মেলার সরকারি কে. সি কলেজ শাখার আহব্বায়ক কমিটি ঘোষণা করেন। প্রধান উপদেষ্টা হিসেবে ব্যাপন পাঠক মেলার অভিভাবক হিসেবে থাকবেন উক্ত কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সম্মানিত শিক্ষক সেকেন্দার আলী। আহব্বায়ক এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়  যথাক্রমে সরকারি কে. সি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের  মেধাবী ছাত্র ফাহিম হোসেন  এবং নাঈম হাসানকে । সদস্যদের মধ্যে  শুভেচ্ছা বক্তব্য রাখেন কে. সি কলেজের মেধাবী ছাত্র নাহিদ । সভা শেষে উপস্থিত পাঠক মেলার  রেজিস্ট্রেশনকৃত সদস্যদের মধ্যে ব্যাপন পাঠক মেলার টি-শার্ট এবং ব্যাপন  বিতরণ করা হয়। 

1 comment:

Powered by Blogger.