ইবিতে ক্যারিয়ার গাইড লাইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

তরিকুল ইসলাম, ইবি প্রতিনিধিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের এলামনাই এসোসিয়েশন কর্তৃক আজ শনিবার ২৭জুলাই,১৯ আয়োজিত ক্যারিয়ার গাইডলাইন শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের মাননীয় ডীন প্রফেসর ড. মমতাজুল ইসলাম৷
ফলিত বিজ্ঞান ওপ্রযুক্তি অনুষদ ভবনের হলরুমে আয়োজিত সেমিনারটির আহবায়ক এলামনাই এসোসিয়েশন এর সভাপতি ও বিভাগের প্রফেসর ড. শরীফ মোহাম্মদ আল রেজা সেমিনারটির উদ্ধোধন করেন৷ সেমিনারে ক্যারিয়ার গাইড লাইন শীর্ষক আলোচনা রাখেন বিভাগের সাবেক কৃতী ছাত্রবৃন্দের একাংশ, যারা দেশে বিদেশে স্ব স্ব অবস্থানে সুপ্রতিষ্ঠিত৷
বিভাগের অন্যতম কৃতি ছাত্র ও এটলাস অক্সিলিয়া কোঃ (প্রাঃ) লিমিটেড , শ্রীলঙ্কা এর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার অব বাংলাদেশ জনাব আবু জাফর রেজভী আলোচনা রাখেন ক্যারিয়ার গোল ও তার প্রস্তুতির উপর ৷ তিনি একটা নির্দিষ্ট সময় থেকে নিজের ক্যারিয়ার গোল ঠিক করে কিভাবে সফলতার চাবি হাতে নেওয়া যায়, সে বিষয়ে চমৎকার পরামর্শ দেন৷ বিভাগের আরেক কৃতি ছাত্র ও রশীদ পেপার মিলস ইন্ডাঃ এর ডেপুটি জেনারেল ম্যানেজার মনিরুজ্জামান মনির আলোচনায় ইন্ডাষ্ট্রিয়াল জব এর প্রস্তুতি, চ্যালেন্জ ও চাকরি বাজারের বিভিন্ন ক্ষেত্র নিয়ে তুলনামূলক সম্পর্ক ব্যাখ্যা করেন৷
ইমিগ্রেশন ও পার্সপোর্ট বিভাগের সহকারী পরিচালক শাহাজান কবির নামে আরেক কৃতি ছাত্র বাংলাদেশে সরকারি চাকুরির বিভিন্ন দিক, প্রস্তুতি ও সফলতার উপায় নিয়ে নিজের অভিজ্ঞতাকে তুলে ধরেন শিক্ষার্থীদের মাঝে৷এছাড়াও একটি প্রাইভেট কেমিকেল কোঃ এর সহকারি ইন্জিনিয়ার মাহমুদ হাসান রনি বক্তব্য রাখেন৷ তিনি তার বক্তব্যে সকলের মাঝে যোগাযোগ ও নেটওয়ার্কিং এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিজের অভিজ্ঞার সাপেক্ষে তুলে ধরেন৷
ক্যারিয়ার গাইড লাইন শীর্ষক এই সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের কর্ম পরিকল্পনা বাস্তবায়নের একটি অন্যতম পন্থা হবে বলে মনে করেন প্রধান অতিথি প্রফেসর ড. মমতাজুল ইসলাম৷তিনি এ ধরনের সেমিনার আয়োজনের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান৷

No comments

Powered by Blogger.