ঝিনাইদহে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি-
‘দুর্যোগ ঝুঁকিহ্রাসে পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে ওয়াজির আলী স্কুল মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স বিভাগের আয়োজনে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা বজলুর রশীদ, ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক তারেক হাসান ভূইয়া, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্তসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

No comments

Powered by Blogger.