ঝিনাইদহে ফুল চাষী ও ব্যবসায়ীদের মতিবিনিময় সভা অনুষ্ঠিত।

ঝিনাইদহ প্রতিনিধি

ফুলের উৎপাদন বৃদ্ধি, সঠিক বাজার ব্যবস্থাপনায় চাষী ও ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করতে ঝিনাইদহে ফুলচাষী ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন পিকেএসএফ’র ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার। সোমবার সকালে সদর উপজেলার গান্না বাজারে এ মতিবিনিময় সভার আয়োজন করে যশোরের রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) ও সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট(এসইপি) পিকেএসএফ। সেসময় ফুলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ, রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের ব্যবহার ও বাজার ব্যবস্থাপনায় নানা দিক নিয়ে আলোচনা করা হয়। সভায় সদর ও কোটচাঁদপুর উপজেলার ২১ জন মহিলা ও ৩৯জন ক্ষুদ্র উদ্যোক্তাসহ শতাধিক ফুলচাষী উপস্থিত ছিলেন। মতিবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন পিকেএসএফ’র উপ-মহাব্যবস্থাপক জহির উদ্দিন, ব্যবস্থাপক (কার্যক্রম) কাজী মাহমুদুল করিম, আরআরএফ’র নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠাতা ফিলিপ বিশ্বাস, সহকারী নির্বাহী পরিচালক এ্যান্টনী বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন, ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) জাহিদুল ইসলাম বিশ্বাস, স্থানীয় ইউপি চেয়ারম্যান আতিকুল হাসান মাসুম, ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি জমির হোসেনসহ পিকেএসএফ ও আরআরএফ’র কর্মকতারা উপস্থিত ছিলেন। এর আগে ৮টি ইকোলজিক্যাল ফার্মিংয়ের মধ্যে সোলায়মান হোসেনের শেডটি পরিশর্দন ও ফুলের প্যাকেজিং ব্যবস্থাপনাসহ ৩টি অবকাঠামো উন্নয়নের উদ্বোধন করেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালকসহ কর্মকর্তাগণ।


No comments

Powered by Blogger.