কালীগঞ্জে দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণের জন্য ঋণের চেক বিতরণ
এম শাহজাহান আলী সাজু-
বাংলাদেশ সরকারের সমবায় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় দুইটি দুগ্ধ সমবায় সমিতির ৫০জন সদস্যর মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১টায় কালীগঞ্জ উপজেলা পরিষদের হল রুমে সমবায় অধিদপ্তরের দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সমবায় অধিদপ্তরের খুলনা বিভাগীয় যুগ্মনিবন্ধক মো: মিজানুর রহমান, প্রকল্প পরিচালক ও সমবায় অধিদপ্তর ঢাকা যুগ্মনিবন্ধক মো: মশিউর রহমান, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, ঝিনাইদহ জেলা সমবায় অফিসার মো: জাফর ইকবাল, নড়াইল জেলা সমবায় অফিসার মো: আসলাম আলী ভুইয়া, কালীগঞ্জ উপজেলা সমবায় অফিসার আসাদুজ্জামান , রায়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন অপু, নিয়ামতপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহমেদ রনি প্রমুখ। সমবায় অধিদপ্তর কর্তৃক বাংলাদেশের দুইটি জেলায় পাইলট প্রকল্প হিসেবে দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প হাতে নিয়েছে। এর আওতায় সমিতির সদস্যদের মাঝে উন্নত জাতের গাভী গরু ক্রয়ের জন্য ঋণ প্রদান করছে। এর আলোকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নে বেগবতি দুগ্ধ সমবায় সমিতি এবং রায়গ্রাম ইউনিয়নের চিত্রা দুগ্ধ সমবায় সমিতির ৫০জন সদস্যকে প্রথম পর্যায়ে ১ লাখ ৬০ হাজার টাকার চেক প্রদান করা হয়। পরে আরো ৪০ হাজার টাকা করে ঋণ দেওয়া হবে।
No comments