কালীগঞ্জে বাস ও পিকআপের মুখো-মুখি সংঘর্ষে পিকআপ ড্রাইভার নিহত

এম শাহজাহান আলী সাজু-

ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখো-মুখি সংঘর্ষে নজরুল খান (৩০) নামে এক পিকআপ ড্রাইভার নিহত হয়েছে। বুধবার সকালে কালীগঞ্জ-যশোর মহাসড়কের আমবাগান নামক স্থানে এই দূর্ঘটা ঘটে। নিহত নজরুল খান শরিয়তপুর সদর থানার সুজন তোয়ার গ্রামে সিরাজুল হক খানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান । 

কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, কালীগঞ্জ থেকে একটি যাত্রীবাহী বাস যশোর দিকে যাচ্ছিলেন। পথমধ্যে কালীগঞ্জ-যশোর মহাসড়কের আমবাগান নামক স্থানে পৌছলে বিপরিত দিক থেকে আসা একটি পিকআপের মুখো-মুখি সংঘর্ষে পিকআপের ড্রাইভার নজরুল মারত্বক আহত হন। এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা আহত নজরুলকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।  



No comments

Powered by Blogger.