কোটচাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত

রোকনুজ্জামান কোটচাঁদপুরঃ সমবায়ে গড়ছি দেশ" স্মার্ট হবে বাংলাদেশ" বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন"এই প্রতিপাদ্য কে সামনে রেখে ৫২ তম জাতীয় সমবায় দিবস- ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য সমবায় শোভাযাত্রা বের হয়। পরে শহরের বিভিন্ন দিক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্বরে এসে অস্থায়ী মঞ্চে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে উপজেলা অফির্সাস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উছেন মে এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপমা রায়, উপজেলা সমবায় অফিসার জান্নাত-আরা পারভীন (হিরা), মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, পল্লী সঞ্চয় কর্মকর্তা চম্পা অধিকারী, কুশনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরুজ্জামান সবুজ, সমবায় কার্যলয় সহকারী পরিদর্শক তহমিনা আক্তার,সহকারী পরিদর্শক হারুন-উর রশিদ, প্রত্যাশা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড সভাপতি আব্দুল সোবহান জনি, শাপলা সঞ্চয় ঋণদান সমবায় সমিতির সভাপতি রমজান আলী । অনুষ্ঠান পরিচালনা করেন,উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানিয়া সুলতানা। সে সময় বক্তারা সমবায় সমিতি সম্পৃক্ত বিভিন্ন উন্নয়ন মূলোক কর্মকাণ্ড তুলে ধরেন। এ সময় বিভিন্ন সমবায় সমিতির সদস্য সহ উপজেলা প্রশাসনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.